খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনের পর তাকে এনরিচ বা সমৃদ্ধ করতে হয়। কারণ প্রকৃতিতে কয়েক ধরনের ইউরেনিয়াম আইসোটোপ রয়েছে। কিন্তু এদের মধ্যে শুধু ইউরেনিয়াম-২৩৫ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা সম্ভব। তবে এই আইসোটোপটি ইউরেনিয়ামে থাকে ১% এর চেয়েও কম। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করতে হলে এর পরিমাণ ৩%-৫% পর্যন্ত বাড়ানো দরকার। সেজন্যই ইউরেনিয়ামকে সমৃদ্ধ বা এনরিচ করতে হয়। এজন্য সেন্ট্রিফিউজ মেশিনে ইউরেনিয়ামকে ঘুরানো হয়। সেন্ট্রিফিউজ হলো এক বিশেষ যন্ত্র যেটাতে একটা অক্ষদন্ডকে কেন্দ্র করে একেকটি ড্রাম সেকেন্ডে ১০০০ঘুর্ণন গতিতে ঘুরতে থাকে এবং ড্রামে থাকা গ্যাসীয় ইউরেনিয়ামও ঘুরতে থাকে। ফলে অপেক্ষাকৃত ভারী ইউরেনিয়াম আইসোটোপগুলো ড্রামের দেয়ালের দিকে আর হালকাগুলো কেন্দ্রের দিকে জমা হয়। এভাবে একই প্রক্রিয়া কয়েক হাজারবার করতে হয়। তারপর এই তেজস্ক্রিয় ইউরেনিয়াম আইসোটোপ দিয়ে সাড়ে চার গ্রাম ওজনের ইউরেনিয়াম ট্যাবলেট তৈরি করা হয়। এরকম কয়ক হাজার ট্যাবলেট অনেকগুলো জ্বালানি রডে সাজানো হয়। ব্যাস, বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম প্রস্তুত।