কম্পিউটার মূলত প্রত্যেকটা ছবিকে আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষদ্র পিক্সেলে ভাগ করে। পিক্সেলগুলো অনেক ক্ষদ্র হওয়ার একেকটা পিক্সেলে ছবির ছোট ছোট একেকটা অংশ পড়ে। ফলে প্রত্যেক পিক্সেলের একটি করে রং থাকে। এখন এই রং মূলত তৈরি হয় RGB কোড অনুসারে। RGB মানে Red, Green এবং Blue। এই তিন রঙের মিশ্রনে কম্পিউটারের যেকোনো রং তৈরি হয়। এই তিন রঙের একেকটির তীব্রতা বা মাত্রার ভিত্তিতে আলাদা আলতা রং তৈরি হয়। প্রত্যেকটা Red, Green, Blue প্রত্যেকটার মান ০ থেকে ২৫৫ পর্যন্ত। এই মানের বাড়া কমার ভিত্তিতে আলাদা আলাদা রং তৈরি হয়। এখন কোনো পিক্সেলের রং অনুযায়ী এই তিন রঙের যে মান হয় সেই সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করা হয়। ধরুন কোনো পিক্সেলের রং হলুদ। তার মান দাঁড়ায় Red- 255, Green-255 এবং Blue-0 অর্থাৎ (255, 255, 0)। এবার এই সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করলে হয় (11111111, 11111111, 0)। এভাবে প্রত্যেক পিক্সেলের রং অনুযায়ী আলাদা আলাদা বাইনারি মান বের করা হয় এবং এভাবেই কম্পিউটার পুরো ছবির বাইনারি তৈরি করে।