কম্পিউটার মূলত ইলেক্ট্রিক্যাল সিগন্যাল এ কাজ করে। কম্পিউটার সকল ডাটাকে ইলেক্ট্রিক্যাল সিগনালে রূপান্তরিত করে কাজ করে। এই ইলেক্ট্রিক্যাল সিগন্যালকে কম্পিউটার দুইটা স্টেটে আলাদা করে ডিটেক্ট করতে পারে। voltage-on এবং voltage-off. এই ভোল্টেজের ভ্যারিয়েশনেই কম্পিউটার সকল নাম্বার এবং কোডকে আলাদা করে ডিটেক্ট করতে পারে।
বাইনারি সংখ্যাপদ্ধতির ভিত্তি ২ যেখানে দুইটা বিট আছে- ০ এবং ১। এই দুইটি বিটের ১ দিয়ে on state কে প্রকাশ করা হয় এবং ০ দিয়ে off state কে প্রকাশ করা হয়। নাম্বার থেকে শুরু করে সকল ডাটাকে এই বাইনারি নাম্বারে প্রকাশ করা যায় যা সহজেই কম্পিউটার ইলেক্ট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ব্যবহার করতে পারে।