আমাদের গ্রুপের রুলস মেনে পোস্ট করলে সেটা অবশ্যই এপ্রুভ হবে। কয়েকটা উদাহরণ দেইঃ
১)"এই পোস্টে বিজ্ঞান কই গ্রুপ" মূলত সায়েন্স ডিসকাশনের জন্য না বরং সায়েন্স মিমস এর জন্য খোলা হয়েছে। তাই খুব গুরুত্বপূর্ণ না হয়ে এই গ্রুপে প্রশ্ন এপ্রুভ হয়না। প্রশ্ন করার হলে "Science Bee - বিজ্ঞানগ্রুপে করুন"।
২) বাজে ইমেজ কোয়ালিটি, আক্রমণাত্মক ক্যাপশন, বকাবকি কিংবা অশালীন ভাষা ব্যাবহার, ভুল/বিভ্রান্তিকর তথ্য, বিজ্ঞাপন, মা-খালাদের পেইজ থেকে শেয়ার করা থ্রি-পিসের বিজ্ঞাপন, পার্লারের বিজ্ঞাপন, ধর্মীয় রেফারেন্স এবং ধর্ম অবমাননাকারী পোস্ট, তথ্যসূত্রবিহীন পোস্ট, সর্বোপরি গ্রুপের সাথে সঙ্গতিপূর্ণ না এমন পোস্ট এপ্রুভ হবেনা।
৩) গ্রুপে একই পোস্ট যদি একাধিকজন করে থাকে তাহলে সেই পোস্ট এপ্রুভ করার হলে যেকোনো একজনের পোস্ট এপ্রুভ হবে এবং বাকিগুলো ডিক্লাইন করা হবে।
৪) অনেকসময় অনেক পোস্ট আছে যেগুলো দেখতে ভালো কিন্তু ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টিকিজেন্স হুদাই সেটাকে ভায়োলেন্স হিসেবে ধরে। এই টাইপের কোনো পোস্ট যদি সন্দেহ থাকে তাহলে এপ্রুভ করা হয়না। এমন অনেক পোস্ট আছে যেগুলোতে গুজব খন্ডন করা হয়েছে। কিন্তু ফেসবুক শুধুমাত্র ছবির উপর ভিত্তি করেই সেই পোস্ট ভায়োলেন্স দিয়ে বসে আছে। অথচ বাস্তবে কোনো সমস্যা ছিলোনা পোস্ট। আবার অনেক পোস্টে কপিরাইট ক্লেইম আসে।
৫)মাঝেমধ্যে ভূলবসত পোস্ট ডিলিট হয়ে যেতে পারে এরকম কিছু হলে সত্যিই ক্ষমাপ্রার্থী। মানুষ মাত্রই ভূল। আর আমরাও সেই হিসেবের বাইরে নই।