বিজ্ঞানের সংজ্ঞা হলো, ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডারের নাম বিজ্ঞান।অন্যদিকে যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ( profit/ loss ) এবং আর্থিক অবস্থা (asset/ liability) সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়, তাকে হিসাববিজ্ঞান বলা হয়।
একটি হলো ভৌত বিশ্বের সব কিছু নিয়ে অন্যটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব নিকাশ নিয়ে।
সুতরাং বলা যায় , হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না।
-মাহফুজুর রহমান রিদোয়ান