মা বিড়াল তার বাচ্চা খেয়ে ফেলে এটা অস্বাভাবিক কিছু না।
বিড়াল বাচ্চা খেয়ে ফেলে যে কারনে সেগুলো হলো:
✅১.যখন মা বিড়াল বুঝতে পারে বাচ্চা রোগে আক্রান্ত, বাঁচবে না তখন মা বিড়াল এটা করে। বাচ্চা না বাঁচলে সেটা মরলে শিকারী প্রানীরা সহজে তাদের লুকানোর যায়গা ট্রেস করতে পারবে। এতে করে বাকি বাচ্চাদের বাঁচানো যাবে না (বাঘ,সিংহ,বিড়াল,খরগোস সবাই এটা করে)
✅২. রোগ ছড়াতে পারে এবং সে রোগে বাকি বাচ্চা মারা যাবে সে জন্য মা বিড়াল এটা করে।
✅৩. মা বিড়াল যদি অপুষ্টিতে ভোগে এবং বুঝতে পারে বাকি বাচ্চাদের নিউট্রিশনের জন্য এনাফ খাবার সে পাবেনা (দুধ দেয়ার জন্য) তাহলে উইক বাচ্চাদের খেয়ে ফেলে।
✅৪. বিড়াল এর নাক খুবই সার্প। বিড়াল তার বাচ্চাদের সনাক্ত করে সেন্ট এর মাধ্যমে তাই বাচ্চাদের সেন্ট এ স্লাইডেস্ট পরিবর্তনে সে ধরে নেয় কোন সমস্যা হইছে।
তাই বাকি বাচ্চাদের জন্য বিপদ মনে করলে খেয়ে ফেলে।
(তাই নিউ বর্ন বেবি নিয়ে নড়াচড়া করবেন না অপ্রয়োজনে।)
✅৫.অনভিজ্ঞ মা বিড়াল যদি কোন বাচ্চা ভুলবসত মেরে ফেলে তাহলে খেয়ে ফেলে মরা বাচ্চাকে।
✅৬. শিকারীর সেন্ট পেলে যদি বাচ্চা সরানোর উপায় না থাকে তাহলে খেয়ে ফেলে।
(এছাড়াও বাচ্চা সরানো, মুভ করা, বাচ্চা দেয়ার পর এগ্রেসিভ ব্যবহার করা, বাচ্চাদের ইগনোর করা, রেখে যাওয়া সবই ওদের সারভাইবাল টেকনিক। এ বিষয়ে পরে একদিন লিখবো।)
মা তো মাই! নিজের শরীরের ক্ষতি হবে জেনেও শুধুমাত্র নিজের বাচ্চাদের বাঁচাতে সেইফ রাখতে তার এতো সেক্রিফাইস। আপনার বিড়াল যতই আপনার হোক, সে তো জানেনা তার বাচ্চারা শিকারীর হাত থেকে রোগ থেকে সেইফ কিনা তাই এটা করে। এটা ন্যাচারাল।
এতো চমৎকার একটা প্রানী বিড়াল। না জেনে শুধু শুধু গোবর মাথা নিয়ে আজে বাজে বকে মানুষের মনে সন্দেহ জাগাবেন না। এটা ন্যাচারাল এবং এটা তাদের সারভাইবাল টেকনিক। যদি অসুস্থ বাচ্চা দেখেন চেষ্টা করবেন তাকে ভেট এর কাছে নিতে। আর কোন মা বিড়াল বাচ্চা খেয়ে ফেললেও প্রয়োজনে ভেটের পরামর্শ নিবেন। অযথা রিউমার ছড়াবেন না।
-আকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।