শূণ্য বা, অসীম হবে না, হবে অসংজ্ঞায়িত। যেকোন সংখ্যাকে শূণ্য দিয়ে ভাগ করলে সেটাকে সংজ্ঞায়িত করা যায় না। অনেক বীজগাণিতিক সমাধানের ক্ষেত্রে আমরা না বুঝেই কোন কিছুকে শূণ্য দিয়ে ভাগ করে ফেলি। ১=২ বা, ১=০ এই ধরণের অদ্ভূত ফল তখন পাওয়া যায়। আমি ছোটবেলায় মাঝে মাঝে এই ভূল করতাম আর পরে মাথার চুল ছিড়তাম।