মানুষের শ্বাস-প্রশ্বাস থেকে খাদ্যগ্রহণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ সবকিছুই মাথা দিয়ে হয়। কিন্তু, আরশোলার ক্ষেত্রে তার রক্তচাপ শুধু মাথার সঙ্গে সংযুক্ত নয়। মাথা দিয়ে আরশোলার হৃদযন্ত্র নিয়ন্ত্রিত হয় না। তাছাড়া আরশোলার রক্ত ঠান্ডা। ফলে, মানুষের মতো এদের সমানে খাদ্য গ্রহণ করতে হয় না।
পাশাপাশি, এদের মাথার সঙ্গে শরীরের রক্ত সরবরাহকারী কোষগুলির সংযোগ একদম নেই। ফলে এদের মাথা কাটা গেলে তার গলার কাছে খুব সহজেই রক্ত জমাট বেঁধে যায়। তাই আরশোলার মাথা কাটার পরও কমপক্ষে সাত দিন বেঁচে থাকে।