শীতপ্রধান দেশগুলোতে পানি বরফ হয়ে গেলেও, সম্পূর্ণ পানিই কিন্তু বরফ হয়ে যায় না। নদী/নালা গুলোতে শুধু পানির উপরে বরফের আস্তরণ পড়ে, নিচে ঠিকই পানিই থাকে। তবে, এই পানির তাপমাত্রা সাধারণত ৪° সেলসিয়াস এর আশেপাশে থাকে, যেটা খুবই ঠান্ডা। এখন, এই ঠান্ডা পানিতেও মাছগুলোর টিকে থাকার পিছনে মূল ব্যাপারটা হলো "অভিযোজন ক্ষমতা"। শীতপ্রধান দেশগুলোতে আমরা যেমন "শ্বেত ভাল্লুক", " তুষার চিতা" দেখি... এরা কিন্তু টিকে আছে অভিযোজন ক্ষমতার জোরে এবং এদের শরীরটা ওই পরিবেশের জন্যেই উপযোগী। আপনি যদি তাদেরকে মরুভূমিতে নিয়ে ছেড়ে দেন, কিছুদিন পরে হয়তো আর বাঁচবে না। তেমনি, শীতপ্রধান দেশের পানির নিচের প্রাণীরাও ওই ঠান্ডা, হিমশীতল পরিবেশের জন্যই উপযোগী। ওসব জায়গাতে আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলের মাছ নিয়ে যদি ছেড়ে দেন, সেগুলো হয়তো টিকে থাকতে পারবে না ওখানে।