কোনো ঘরের ভেতরে থেকে আপনি সেই ঘরের সম্পূর্ণ ছবি তুলতে পারবেন না। ঠিক তেমনি মিল্কিওয়ে গ্যালাক্সির ভেতরে থেকে সম্পূর্ণ মিল্কিওয়ের ছবি তোলা সম্ভব না।
আবার মিল্কিওয়ে গ্যালাক্সি পাড়ি দেওয়ার মতো প্রযুক্তি আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আমাদের সৃষ্ট সর্বোচ্চ গতির মহাকাশযান পার্কার সোলার প্রোবের মিল্কিওয়ের কিনারায় পৌঁছাতে লক্ষ লক্ষ বছর লাগবে।
যেসব মিল্কিওয়ের সম্পূর্ণ ছবি দেখতে পাই এসব ফটোশপে তৈরি। মিল্কিওয়ের বিভিন্ন অংশের দৃশ্য,আশেপাশের গ্যালাক্সি ইত্যাদি পর্যবেক্ষণ করে এটি দেখতে কেমন হতে পারে সেটি অনুমান করা হয়েছে। কোনো ঘরের ভেতর থেকে সম্পূর্ণ ঘর দেখতে পারবেন না, কিন্তু বিভিন্ন দেয়াল,দেয়ালের কিনারা, আশেপাশের ঘরগুলো কেমন ইত্যাদি পর্যবেক্ষণ করে অনুমান করলেন ঘরটা কেমন দেখতে হতে পারে এবং সে অনুযায়ী একটি ছবি বানালেন। অনেকটা এরকম সম্পূর্ণ মিল্কিওয়ের ছবির ক্ষেত্রে।