ইমেজ সায়েন্স বা ছবি বিজ্ঞান একটি সময়োপযোগী ধারণা বটে, যা হাজারো শব্দের বুননের গল্প-কাহিনী শৈলী তৈরী করে একটি ইমেজ বা ছবিতে। সর্বাধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে ইমেজ সায়েন্স বা ছবি বিজ্ঞান বিষয়ভিত্তিক পঠন-পাঠন-গবেষণার সম্ভাবনা কতটুকু? মনুষ্য মননে, ধ্যানে-জ্ঞানে সবসময়ই মনছবি কাজ করে থাকে স্বপ্নিল ভূবনে ও বাস্তবতার চিন্তাচেতনায়। মনছবি ছাড়া মনুষ্য জীবন একটি মুহুর্তের জন্যও অগ্রসরমান নয়। প্রতিটি মানুষই কল্পলোকে যে ইমেজ বা ছবি অংকন করে তারই বাস্তব প্রতিফলন ঘটে কর্মযজ্ঞে বা জ্ঞান-গবেষণার মানদণ্ডে। তাই ইমেজ সাইয়েন্স এর সম্ভাবনা কতটুকু তা জানতে চাই।