বিড়াল নিশাচর প্রাণী যারা রাতে খাবারের জন্য শিকার ধরে। বিড়ালের চোখ রাতে জ্বলে বলেই এরা সহজে ইদুর কিংবা অন্য প্রাণী শিকার করতে পারে। মূলত বিড়ালের চোখ রেটিনার পিছনে টেপেটাম লুসিডাম (TAPETUM LUCIDUM) নামক একগুচ্ছ কোষ থাকে। এই কোষগুচ্ছ আবার গুয়ানিন নামক একধরনের পদার্থ দ্বারা তৈরি। আলো যখন বিড়ালের চোখের রেটিনার মাধ্যমে টেপেটাম লুসিডামে পৌছায় তখন গুয়ানিন এই টেপেটাম লুসিডাম থেকে আলো প্রতিফলিত হতে সাহায্য করে। বিড়ালের পিউপিল মানুষের তুলনায় বড় হওয়ায় এই আলোর কিছু অংশ প্রতিফলিত হয়ে বেড়িয়ে আসে। এবং তখনই মনে হবে বিড়ালের চোখ জ্বলজ্বল করছে।