কারন তখন বলটির বর্তমান অবস্থা ও আমাদের চোখে বলটির অতীত এর সময়ের পার্থক্য খুবই খুবই নগণ্য। তাই মনে হয় যেন আমরা বলটির বর্তমান অবস্থাই দেখতে পাচ্ছি।
যদি এমন হতো যে বলটি মহাকাশের অনেক দূরে রয়েছে এবং আমরা তা দেখতে পাচ্ছি । বলটি ধরার জন্য আমরা যেকোনোভাবে মুহূর্তের মধ্যে বলটির জায়গায় পৌঁছানোর পর আমরা বলটি ওই স্থানে পাবনা। কারণ আমরা বলটিরযে অবস্থান দেখেছি, তা ছিল অতীত, কারণ বলটি মহাবিশ্বের অনেক দূরে অবস্থান করার কারণে আলো আমাদের চোখে আসতে অনেক সময় লেগেছে।