আমাদের চোখের ফটো রিসেপ্টর সক্রিয় হওয়া দরকার উদ্দীপনা মস্তিষ্কে পাঠানোর জন্য।
এই ফটো রিসেপ্টর সক্রিয় হতে তরঙ্গ কে নির্দিষ্ট শক্তি সম্পন্ন হতে হয় যা নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্য এর উপর।(E=hc/lambda)lambda=wave length.
দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য ৩৮০ থেকে ৭৮০ ন্যানো মিটার যা চোখের ফটো রিসেপ্টর সক্রিয় করতে সমর্থ হয়।
অন্যান্য আলো যেমন ইনফ্রারেড,এক্সরে,বেতার,গামা ইত্যাদি তরঙ্গের শক্তি দ্বারা চোখের ফটো রিসেপ্টর সক্রিয় হয় না যার দরুন আমরা দেখি না।যদি আমাদের চোখের রেটিনায় অবস্থিত ফটো রিসেপ্টর এদের প্রতি সহিষ্ণু হতো তবে আমরাও দেখতে পেতাম।(insighteyespecialists.com)