একটা কথাই বলবো, আমরা এখানে কেউ ডক্টর নই, ডক্টর এর পরামর্শ ছাড়া কখনোই নিজের বিবেচনায় কিংবা অন্যের পরামর্শে কোনো ঔষুধ সেবন করা উচিত নয়। কোনো রেজিস্টার্ড ডাক্তার এর সাথে পরামর্শ করে কিংবা যদি কোনো ডক্টর আপনাকে এই ঔষুধ দিয়ে থাকেন আপনি তার সাথে পরামর্শ করে দেখতে পারেন যে দুটি একসাথে খাওয়া আপনার জন্য ঠিক হবে কিনা এবং দুটি একসাথে খেলে আপনার ঘুমের সমস্যা সমাধান হবে কিনা।
কোনো রোগীকে ঘুমের ওষুধ দেওয়ার আগে একজন ডক্টর অনেক কিছু বিবেচনায় নেন, যেমন, রোগীর হার্ট এর সমস্যা আছে কিনা, কিডনী কিংবা অন্যন্য গুরুতর শারীরিক সমস্যা আছে কিনা। ঘুমের ওষুধ সেবনে অনেক সময়ই অন্যন্য শারীরিক সমস্যার অবনতি দেখা দেয়। গবেষণায় দেখা গেছে, ঘুমের ওষুধ সেবনে হৃদরোগী দের হার্ট ফেইলিওর এর সম্ভাবনা ৮ গুন পর্যন্ত বেড়ে যায়। দীর্ঘায়িত ঘুমের ওষুধ সেবনে ধীরে ধীরে কিডনী অকেজ হয়ে যায়।