কিছু ওষুধ চিকিৎসক বলে দেন খালি পেটে খেতে। সেগুলো ছাড়া কোনো ওষুধই খালি পেটে গ্রহণ করা উচিত হবে না। আবার কিছু ওষুধ খাবারের পার খাওয়া উচিত নয়, যার সম্পর্কে চিকিৎসকই জানাবেন। ছোটখাট এই বিষয়গুলোকে অবহেলা করার ফল হতে পারে মারাত্বক। তখন খালি পেটে খাওয়ার ওষুধ ভরা পেটে খেলে তা না খাওয়ার মতোই হবে।
●একটি জিনিস খেয়াল করেছেন কখনো ! আপনাকে যখনই ব্যাথা বা জ্বরের ট্যাবলেট দেয়া হয় তখন সেটা সবসময় ভরা পেটেই খেতে বলা হয়। এবং সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট অবশ্যই দিয়ে দেয় যেটা খালি পেটে খেতে বলা হয়।
● আপনাকে যদি খালি পেটে ব্যাথার ওষুধ খেতে দেয়া হতো তাহলে যে ব্যাথার ওষুধ আপনার উপকারের জন্য সেটাই হতো আপনার জীবন নাশের কারণ সেটা তাৎক্ষণিক হোক বা দেরীতে। কারণ এই টাইপের ওষুধ খালি পেটে খেলে আপনার পাকস্থলীতে রক্তক্ষরণ ও হতে পারে। তাই আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে পাকস্থলী ঠান্ডা করা হয় তারপর কিছু খেতে বলা হয় তারপর সেই ব্যাথার ওষুধ
●আবার কিছু গ্যাস্ট্রিকের ওষুধ খাবার পরেও খেতে বলা হয় এটা নিয়ে দ্বিধায় পরে যাওয়ার কিছু নেই ব্যাপার হলো খাবার আগের ওষুধটাতে এমন উপাদান ছিলো যেটা পাকস্থলির রস যেন কম বের হয় তাই ব্যবহার করা হয় আর খাবার পরের ওষুধ টা বের হয়ে যাওয়া রসটাকে কন্ট্রল করতে ব্যাবহার করা হয়.
●এমন করেই খবার আগে বমির ওষুধ দেয়া হয় যেন খবার সময় বমি বমি ভাব না হয়।
●আর এন্টিবায়োটিকের কোনো খাবার আগে পরে নাই(ম্যাক্সিমাম) কারণ হলো এটাতে সময় মেইনটেইন করতে হয়
####এবার আসি আসল উত্তরে খাবার আগে শুধু ওইসব ওষুধ গুলোই দেয়া হয় যেগুলো আপনার পাকস্থলির ক্ষতি করেনা। আর খাওয়ার পরে ঐগুলো যারা খালি পেটে গেলে আপনারা পাকস্থলির 12টা বাজিয়ে দিবে।
লেখক : চৈতি