মানুষের ব্রেইনের সর্বোচ্চ ব্যবহার মানে অন্য কথায় ব্রেইনের ১০০% ব্যবহার করা। আমরা প্রায়ই শুনে থাকি যে আমরা আমাদের ব্রেইনের মাত্র ১০% ব্যবহার করি অথবা, আমরা ব্রেইনের ১০০% ব্যবহার করি না। এই ধারণা একদমই ভুল এবং এই কথার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
এই কথাটা সত্য না হওয়ার কয়েকটি কারণ আছে,
- যুগ যুগ বিবর্তনের ধারাবাহিকতায় আমরা বর্তমান সময়ে এসেছি। বিবর্তন কোনো অপ্রয়োজনীয় অংশকে জিন পুলে স্থান দেয়না। অন্য সব অঙ্গপ্রত্যঙ্গের মতো, আমাদের ব্রেইন ও নাচারাল সিলেকশন এর মাধ্যমে আকৃতি ধারণ করেছে। ব্রেইন আমাদের দৈহিক ওজনের মাত্র ২% হলেও এটি পুরো দেহের ২০% এনার্জি ব্যবহার করে। একটি প্রত্যঙ্গ যখন এতো বেশি এনার্জি ব্যবহার করে, যদি এটার পূর্ন ব্যবহার না হয়ে থাকে তাহলে এটি অবশ্যই বিবর্তনের ধারায় বাদ পড়ে যাবে।
- ক্লিনিক্যাল নিউরোলজি তে দেখা গেছে, মানব মস্তিষ্কের ৯০% থেকে অনেক কম ব্রেইন টিস্যুর ও যদি ক্ষতি হয় তাহলে তার অত্যন্ত গুরুতর প্রভাব দেখা দেয়। বাস্তবে যদি শুধু ব্রেইনের ১০% বা সম্পূর্ণ অংশ ব্যবহার না হতো তাহলে মস্তিষ্কে আঘাত, ব্রেইন স্ট্রোক এইগুলোর এতো গুরুতর প্রভাব হতোনা কারণ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলে, মস্তিষ্কের বাকিটা অংশ দিয়ে মানুষ সুস্থ সচল জীবন যাপন করতে পারতো। কিন্তু আসলে এরকম সম্ভব নয়, মৃত্যু না হলেও একজন ব্রেইন স্ট্রোক রোগীর কিংবা ব্রেইন আঘাতপ্রাপ্ত রোগীর আগের মতো সচল জীবন যাপন করা অসম্ভব।
- আমাদের ব্রেইনের বিভিন্ন অংশ বিভিন্ন রকম কাজ করে থাকে, এখন পর্যন্ত ব্রেইনের এমন কোনো অংশ পাওয়া যায়নি যেটা কোনো রকম অনুভুতি, ইন্দ্রিয়, চলাচল ইত্যাদি কাজে ব্যবহার হয়না। এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও ব্রেইন পুরোপুরি অচল অবস্থায় থাকেনা। অন্যদিকে, মস্তিষ্কের কোনো অংশের অচল বা প্রায় অচল অবস্থা গুরুতর মস্তিষ্কের অসুখের প্রতি নির্দেশ করে।