মাছ পানিতে থাকা অক্সিজেন শ্বসনের কাজে গ্রহণ করে। রাতের বেলা জলজ উদ্ভিদগুলো সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণ করতে পারে না বলে রাতের বেলা অক্সিজেন উৎপন্ন হয় না। তবে রাতের বেলা মাছ সহ অন্যান্য জলজ প্রাণি, জলজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন ইত্যাদি জীব শ্বসনের কাজে অক্সিজেন গ্রহন করতে থাকে। আবার পানিতে জৈব পদার্থের পচনেও অক্সিজেন ব্যবহৃত হয়। ফলে স্বাভাবিকভাবেই পানিতে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। তাই সকাল হতে হতে পানিতে অক্সিজেনের অভাবে মাছের কষ্ট হতে থাকে। এই কারণে, অক্সিজেনের জন্য মাছ সকাল বেলা পানির উপরের দিকে উঠে আসে এবং খাবি খেতে থাকে।