Ayesha Akhter-
নতুন খনন করা পুকুরে মাছ আসে কোথা থেকে?
মনে করেন আপনি কখনও কোন এলাকায় একটা পুকুর কাটলেন, যার সাথে কোন পানির উৎসের সম্পর্ক নাই। বন্যাও হয়না যে নদী বা খালের পানি আসবে। পুকুরে কোন মাছ বা পোনা ছাড়েন নি। তারপরও বছরখানেক পরে সেখানে মাছ দেখতে পেলেন। এই মাছ আসে কোথা থেকে? মাটি থেকে স্বয়ংপ্রজনন হয়? এই প্রশ্ন বিভ্রান্ত করতো প্রকৃতিবিদদের। ধারণা করতেন যে কোন না কোন বাহকের মাধ্যমে আসে।
এইখানে বিজ্ঞানীরা দেখাচ্ছেন এক অদ্ভুত ঘটনা। কোন কোন হাঁস যেসব মাছের ডিম খায় তারা অপরিবর্তিত বা ক্ষতির সম্মুখীন না হয়েই পাখির মলে বের হয়ে যেতে পারে। ফলে এক হ্রদ বা নদী থেকে মাছের ডিম খেয়ে এসে সেই পাখি যদি আপনার তৈরি পুকুরে মলত্যাগ করে তবে আপনার পুকুরেও মাছ আসতে পারে!
ছবিতে দেখছেন দুই ধরনের ৪ টা করে হাঁসকে অনেকগুলা ডিম খাওয়ানো হয়েছে দুইটি ভিন্ন মাছের (রুই আর কাতলা ধরতে পারেন, কার্প)। তাদের মধ্যে কোনতম হাঁস থেকে কয়টা ডিম বের হয়ে এসেছে তার সংখ্যা নিচে। আর তা থেকে কয়টা মাছের পোনা গজিয়েছে তার ছবি একেবারে নিচে।
[লেখক: Khan Tanjid Osman, Postdoctoral Associate, MIT]
মূল গবেষণা:
https://www.pnas.org/content/early/2020/06/17/2004805117