২ ফেব্রুয়ারি ২০২২ যুক্তরাষ্ট্র নজরদারির জন্য মহাকাশে নতুন আরেকটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করে। SpaceX এর ফ্যালকন-৯ জাপানের মহাকাশ রকেটের মাধ্যমে NROL-87 স্যাটেলাইটটি সফলভাবে কক্ষপথে পাঠানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীভূক্ত সংস্থা ন্যাশনাল রিকনসেন্স অফিস (NRO) স্যাটেলাইটটি তৈরি করেছে। দেশটির স্পেস ফোর্স এটি তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। এটি মূলত স্যাটেলাইট দেখাশোনার কাজ করে থাকে। উত্তর ভার্জিনিয়ায় ওয়াশিংটনের কাছে NRO'র সদর দপ্তর।