ক্রিপ্টোকারেন্সি এক ধরণের সাংকেতিক মুদ্রা। যার কোন বাস্তব রূপ নেই।যাকে শুধু দেখা যায় কয়েকটা বাইনারি ডিজিটে। এটা ধরা যায় না ছোঁয়া যায় না। এর অস্তিত শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব। যার পুরো কার্যক্রম ক্রিপ্টোগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়।আর এই ক্রিপ্টোগ্রাফির বিভিন্ন এলগরিদম এবং হ্যাশ ফাংশন দিয়ে লেনদেনের সুরক্ষা দেওয়া হয়। যেন কে কার কাছে কোথায় থেকে লেনদেন করতেছে সেটা দেখা না যায়। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি বাজারে পরিণত হয় যার মূল্য ৩ ট্রিলিয়ন পর্যন্ত উঠে যায়।অর্থাৎ এই ক্রিপ্টোমার্কেটের সব কয়েনের মূল্য।
পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ক্রিপ্টোকারেন্সি হল বিটকয়েন।