যখন একটি বইয়ের পাতার উপর আরেকটি বইয়ের পাতা রাখা হচ্ছে তখন ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। একটি দুইটি পাতায় এ ঘর্ষণ কিছুই না। কিন্তু অনেক অনেকগুলো পাতা একটির সাথে অন্যটি রেখে দিলে ছোট ছোট ঘর্ষণ বলও অনেক বেড়ে হয়ে যায়। একটি পৃষ্ঠা মুটামুটি তার ঘর্ষণ বলের উপর নির্ভর করেও গতিতে বাধাপ্রাপ্ত হয়। উপরের সূত্র অনুযায়ী যত বেশি ঘর্ষণ বল হবে তত বেশি ঘর্ষণ হবে। আর প্রতিটি পাতার ঘর্ষণ বলকে x ধরলে সম্পূর্ণ পাতার ঘর্ষণ বল 2xn N ( 2x দুইটি বইয়ের পাতা এবং n হচ্ছে মোট পাতা)।