উল্কাপিন্ড বা যেকোনো বস্তু পৃথিবীতে আসার সময় উচ্চ গতিতে আসে। এই উচ্চ কিনেটিক শক্তির কারণে বাতাসের কণাগুলোর সাথে এদরে সংঘর্ষের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। আবার বায়ুমন্ডল অনেক উঁচু পর্যন্ত বিস্তৃত। ফলে এত দূরত্ব পাড়ি দিয়ে আসতে আসতে ওই বস্তুর বেগ আরও বৃদ্ধি পায় অভিকর্ষজ ত্বরণের কারণে। এত দূরত্ব পাড়ি দিতে দিতে সংঘর্ষের পরমিাণ বাড়তেই থাকে। ফলে তাপ বৃদ্ধি পেতে একসময় তা ভষ্মিভূত হয়ে যায।