ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে ধারণা থাকলে খুব সহজেই বিষয়টি বোঝা সম্ভব। আমরা জানি গুণাঙ্ক হলো বস্তুর ক্ষেত্রফলের মধ্যে থাকা সীমান্তীক ঘর্ষণ বল এবং লম্ব বরাবর কাজ করা বলের অনুপাত।
পৃথিবীতে লম্ব বরাবর যে বল কাজ করে ( অভিকর্ষ ত্বরণ) তার মান চাঁদের তুলনায় অনেক বেশি, তাই চাঁদে এই অনুপাত কম হবে। অর্থাৎ, ঘর্ষণ গুণাঙ্ক কমে যাবে বা পরিবর্তন হবে।