আমাদের দেশে বৃষ্টি মূলত বর্ষাকালেই হয়ে থাকে ।তাই সেই দিকথেকেই উত্তর দিতে চেষ্টা করলাম । বর্ষা এলে খালবিল, নদীনালা পানিতে টয়টুম্বুর হয়ে যায়। ডোবানালা ভরে যায় বর্ষার পানিতে। গুড়িগুড়ি বৃষ্টি রাতদিন চলতেই থাকে। আর সেই ডোবানালায় শুরু হয় নানা প্রজাতির ব্যাঙের উৎসব। আকাশে মেঘ জমলেই ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক শোনা যায়। ব্যাঙ কি করে বুঝে যে বৃষ্টি আসছে?তবে এক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ।
ব্যাঙ বলে কি তাদের ঘর সংসার থাকবে না?হ্যা অবশ্যই আছে ।এদের এক সাথে ডাকার কারন এদের প্রজনন মৌসুম । যে বর্ষায় তারা এত ডাকাডাকি করে সেই বর্ষাই হল ব্যাঙের প্রজননকাল।সাধারণত পুরুষ ব্যাঙই মূলত ডেকে থাকে স্ত্রী ব্যাঙকে আকর্ষন করার জন্য।এসময় পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে আকৃষ্ট করে প্রজনন সম্পন্ন করে ।
লিখেছেনঃ মেহেদি হাসান