না ঘনত্বের পরিবর্তন হয় না। তবে কার্যকালামের পরিবর্তনের জন্য ডুবে না। কোন বস্তু পানিতে তখনই ডুবে যায় যখন বস্তুটি দ্বারা অপসারিত পানির ওজনের চেয়ে বস্তুর ওজন বেশি হয়। এ কারণেই স্বাভাবিক অবস্থায় মানুষ পানিতে ডুবে যায়। তবে সাঁতার কাটার সময় মানুষ এই ডুবে যাওয়াকে আটকানোর জন্য হাত ও পা দিয়ে পানির ভেতর নিচের দিকে একটা বল প্রয়োগ করে পাশাপাশি তখন পানির পৃষ্ঠও মানুষের উপর বিপরীতমুখী সমান বল প্রয়োগ করে। ফলে বিপরীত দিকে ভেসে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে যায়। তাই সাতার কাটলে মানুষ ডোবেনা।