রাশিক আজমাইন : King Cobra বা শঙ্খচূড়ের বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah। Ophiophagus মানে সাপখেকো ৷ শঙ্খচূড় প্রধানত সাপখেকো ৷ এর খাদ্য তালিকার ৯৮ ভাগই সাপ ৷ ২ ভাগে বিভিন্ন জাতের পাখি, টিকটিকি যেমন : গুঁইসাপ, ইঁদুর জাতীয় প্রাণী ইত্যাদি খায় ৷ মূল খাবার হলো সাপ ৷ শঙ্খচূড় প্রায় ২০ বছর বাঁচে ৷