আমাদের কন্ঠ থকে নিঃসৃত আওয়াজ মূলত ভোকাল কর্ড থেকে উৎপন্ন হয়। আর এই ভোকাল কর্ড যা স্বরতন্ত্রের কম্পনের ফলেই আমরা কথা বলতে পারি। বয়স বাড়ার সাথে সাথে পুরুষের ভোকাল কর্ড যেই হারে দৃঢ় হয় নারীদের ক্ষেত্রে ভোকাল কর্ড সেই হারে দৃঢ় হয় না। ফলশ্রুতিতে পুরুষের গলার কম্পাঙ্ক নারীর তুলনায় কম হয় এবং এতে করে পুরুষের গলার আওয়াজ কিছুটা গম্ভীর ও মোটা হয় অন্যদিকে নারী এবং শিশুদের গলার আওয়াজ কিছুটা তীক্ষ্ণ হয়ে থাকে।