পৃথিবীর বাইরে বায়ুমন্ডল নেই। এর ফলে সেখানে কোনো বায়ুচাপ নেই। বায়ুচাপ না থাকলে পানি যেকোনো তাপমাত্রায় ফুটতে থাকে। আপেলের প্রায় ৮৬% হলো পানি। একটা আপেলকে পৃথিবীর বাইরে নিয়ে যাওয়া হলে এর ভিতরের পানি ফুটতে থাকবে। আবার, মঙ্গলগ্রহের তাপমাত্রা প্রায় -৬৫ ডিগ্রি সেলসিয়াস। তাই, সেখানে আপেলটি ঠান্ডায় জমে যেতে পারে।