প্লেন টেক-অফ বা ল্যান্ড করার সময় কানে ব্যথা বা কোনো অস্বস্তি অনুভব হলে তাকে Airplane ear বা ear barotrauma বলে। মূলত মানুষের মধ্যকর্ণের বায়ুচাপ এবং প্লেনের পরিবেশের বায়ুচাপের তারতম্য হলে কানের পর্দায় অস্বাভাবিক চাপ বা স্ট্রেস অনুভব হয়। আবার অনেক সময় কানে তালা লেগে যাওয়ার মতো অনুভব হয়।