মোবাইল ফোন একরকম রেডিও। বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গকে প্রথমে বৈদ্যুতিক, এবং শব্দ তরঙ্গে পরিণত করে এটি, এবং উল্টোটাও করে থাকে। একটি টিনের ঘর বিদ্যুতের সুপরিবাহী। তাই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ এটিকে স্পর্শ করা মাত্র বিদ্যুৎ তরঙ্গে পরিণত হয়। কিন্তু টিনের ঘরটি যেহেতু ভূমি স্পর্শ করে থাকে তাই অধিকাংশ বিদ্যুৎ তরঙ্গই ভূমিতে প্রবাহিত হয়ে নষ্ট হয়ে যায়। মোবাইল ফোনটির ব্যবহার্য্য বিদ্যুৎ তরঙ্গ অপেক্ষাকৃত কম থাকার জন্য মোবাইল ফোনে সিগনাল কম থাকে। একই কারণে রেডিও ঠিক চলে না।
সমাধানঃ চুম্বকে তাঁর পেঁচিয়ে নিন (যেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় ) , এবার চুম্বক উপরে টিনে লাগিয়ে দিন তাঁর মোবাইলের কাছাকাছি রাখুন । এটা করার কারন যাতে টিন থেকে তারের মাধ্যমে আপনার কাছে নেটওয়ার্ক আসে।
সতর্কতাঃ একাজ করলে বাজ পরার সম্ভাবনা বেড়ে যায়, তাই ভুলেও বৃষ্টির সময় এমন করবেন না । তাই আমি বলবো এটা করার দরকারই নেই শুধু জেনে রাখুন ।
- Kazi Mahbubur Rahman