বিগ ব্যাং সংগঠিত হওয়ার 10^-32 থেকে 10^-13 এর মধ্যে ঘটে ইনফ্লেশন। অর্থাৎ স্পেস আলোর চেয়ে বেশি গতিতে প্রসারিত হয়।(এখন মনে প্রশ্ন আসতে পারে "থিউরি অব রিলেটিভিটি অনুযায়ী আলোর চেয়ে বেশি গতি অর্জন করা সম্ভব না।" এর উত্তর হলো "স্পেসের মধ্যে থাকা যেকোনো বস্তু আলোর চেয়ে বেশি গতি অর্জন করতে পারবে না। তবে স্পেস নিজে যেকোনো গতিতে প্রসারিত কিংবা সংকুচিত হতে পারে।") এই প্রসারণ বুঝতে একটি উদাহরণ দেয়া হয়,সেটি হলো " এই ক্ষুদ্র সময়ের মধ্যে একটি পরমাণু থেকে একটি কমলার আকার ধারণ করা।" যেহেতু প্রসারণ আলোর চেয়ে বেশি গতিতে হয়েছে, তাই স্বাভাবিকভাবেই আমরা উল্লেখীত আলোকবর্ষ চেয়ে বেশি আলোকবর্ষ দূরের মহাবিশ্ব দেখতে পাব।
বিঃদ্রঃ
১/ বিগ ব্যং ইউনিক কোনো ঘটনা নয়, এটি প্রায়ই ঘটছে এবং নতুন নতুন মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে।
২/ মনে করা হয়, ইনফ্লেশন এর মাধ্যমে যেহেতু প্রসারণ আলোর চেয়ে বেশি গতিতে হয়েছে, তাই মহাবিশ্বের একস্থানের সাথে অন্য স্থানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। তাই আমরা মহাবিশ্বের একটি নিদিষ্ট অংশ দেখতে পাই, যাকে আমরা বলি "অবজারবেবল ইউনিভার্স"।