লাটিমে দড়ি পেঁচানোর পর ছেড়ে দেয়ার আগ মুহূর্তে এটি বিভব শক্তি অর্জন করে। ছেড়ে দেয়ার সময় বিভব শক্তি গতিশক্তিতে রুপান্তরিত হয় আর গতিশক্তি প্রযুক্ত হবার ফলে লাটিম ঘোরে।
বিভব শক্তিঃ স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য অবস্থায় আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।
গতিশক্তিঃ গতি অর্জিত হবার ফলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে।