আমাদের শক্তির মডেলটি একটি কণার শক্তির যেকোনো মান থাকতে দেয়। কোয়ান্টাম মেকানিক্স মডেলে, এটি মহাকাশের মধ্য দিয়ে অবাধে চলাচলকারী কণার জন্য এখনো সত্য, তবে একটি সীমাবদ্ধ কণার শক্তি পরিমাপ করা হয় - যার অর্থ কেবলমাত্র শক্তির কিছু মান অনুমোদিত, আর শক্তির এই অনুমোদিত মান থাকাকেই বলে কোয়ান্টায়িত শক্তি।
শক্তির অনুমোদিত মান: এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝা যায়। যেমন: একটি বাড়িতে সদস্য সংখ্যা হতে পারে ১,২,৩,৪ বা যেকোনো পূর্ণ সংখ্যা। কিন্তু সেটি কখনোই ভগ্নাংশ হতে পারবেনা।
তাই কোয়ান্টায়িত শক্তি বলতে তড়িৎ শক্তি, গতিশক্তির মতো আলাদা কোনো শক্তি বোঝায় না।
তথ্য - ইন্টারনেট