এটি মুলত দুটি কারন দিয়ে ব্যাখ্যা করা যায়:
১.মশার ভিজুয়াল সেন্সর এর কারনে সন্ধ্যার সময় মশা প্রবণ এলাকায় বাইরে বের হয়েছেন, আপনার চুল কাল হয়ে থাকলে দেখবেন আপনার মাথার উপর ঝাঁকে ঝাঁকে মশা ভীড় করছে। কালো বা খুব গাঢ় রঙের জামা পরে বের হয়েছেন লক্ষ করবেন মশার ঝাঁক আপনাকে মৌমাছির মত ঘিরে ধরেছে।
উপরের দুইটি ঘটনা বিশ্লেষণ করে খুব সহজেই অনুমান করে নেয়া যায় মশারা হয়ত কালো রঙ খুবই পছন্দ করে। তো তাদের এই আপাত কৃষ্ণবর্ণ প্রীতির কারণ কি?? আপনি যদি এমন পোশাক পরেন যে তা আপনার আশপাশের তুলনায় বেশি গাঢ় বা কালো তাহলে মশারা আপনাকে সহজেই খুঁজে নিতে পারবে। আমাদের কালো চুলের কারণেই সন্ধ্যার পর মাথার উপর মশার ঝাঁক দেখা যায় মশারা শুধু কালো নয় যেকোনো গাঢ় রঙের প্রতিই আকৃষ্ট হয়। আর কারণটাও খুবই সহজ। পদার্থবিজ্ঞান অনুসারে গাঢ় রঙের বস্তু খুব সহজেই তাপ শোষণ করে, অন্য দিকে হালকা রঙ্গে বস্তু সহজেই তাপ প্রতিফলিত করে। একারণে গরমকালে আমরা গাঢ় রঙের চেয়ে হালকা রঙের পোষাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, গাঢ় রঙের ভেজা কাপড় হালকা রঙের কাপড়ের চেয়ে তাড়াতাড়ি রোদ এ শুকায়।
২.তাপ সেন্সর
মশারা অন্ধকারে খুব ভালো দেখতে পারে না, কিন্তু তাদের শরীরে যে উন্নতমানের তাপ সংবেদী সেন্সর থাকে, তা দিয়ে খুব অল্প পরিমাণের তাপ এবং অবলোহিত রশ্মি (Infra-red ray) তারা সনাক্ত করতে পারে। এজন্য তারা আপনাকেসহ সকল উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণিদেরকেই অন্ধকারে সহজেই খুঁজে নেয়।যেহুতু কালো রঙের বস্তু বেশি তাপ শোষণ করে , সেহুতু মশা তার তাপ সংবেদী সেন্সর দিয়ে কালো বস্তুর প্রতিই বেশি আকৃষ্ট হয়, কারণ সেখানে তাপ বেশি থাকে।
মশার এরকম সেন্সরসমৃদ্ধ, প্রকৃতিপ্রদত্ত উচ্চপ্রযুক্তির শিকার ধরার ক্ষমতা, অত্যাধুনিক যুদ্ধবিমানকেও হার মানায়।আশা করি উত্তর পেয়েছেন।