ঝড় হয় সাধারণত বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের তাপমাত্রার পার্থক্যের কারণে। দিনের বেলায় সূর্যের আলোর জন্য সাধারণত ভূ-পৃষ্ঠের কাছাকাছি বায়ুমন্ডলীয় স্তরগুলোর মধ্যে তাপমাত্রার তেমন পার্থক্য থাকে না। কিন্তু বিকাল বা সন্ধ্যার পর বায়ুর আর্দ্রতা বেড়ে যায়, বায়ুমন্ডলীয় বিভিন্ন স্তরের মধ্যবর্তী তাপমাত্রার পার্থক্যও বেশি হয়। ফলে বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়, যার ফলস্বরূপ ঝড় হয়। এজন্যই গ্রীষ্মপ্রধান অঞ্চলে সন্ধ্যা বা রাতের দিকেই বেশি ঝড় হয়।
- Towfiq E Elahi