Nishat Tasnim-
পৃথিবী থেকে চাঁদ, সূর্য অনেক দূরে আছে এবং চাঁদ, সূর্য আকারে অনেক বড়ো বলে সব জায়গা থেকে এদের দেখা যায়। আর যখন কেউ এদের দিকে তাকিয়ে হাঁটে তখন মনে হয় যে চাঁদ, সূর্য সঙ্গে সঙ্গে যাচ্ছে। আসলে চন্দ্র বা সূর্য অনেক উপরে থাকা সত্ত্বেও তা খুব বড় বলে আপনি যেখানেই গিয়ে লক্ষ্য করবেন তাকে দেখতে পাবেন তাই আপনি যখন হাঁটছেন তখন মনে হচ্ছে চাঁদ, সূর্য আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে।
তাছাড়া চাঁদের অবস্থানের সাপেক্ষে আমাদের হাঁটার আগে ও পরের অবস্থানের কোনো পরিবর্তন হয় না বললেই চলে। চাঁদকে বৃত্তের কেন্দ্র ধরলে আমাদের হাঁটার আগে ও পরের অবস্থানের জন্য বৃত্তের কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র কোণ উৎপন্ন হবে যা ০ এর কাছাকাছি। তাই আমাদের মনে হয় চাঁদ, সূর্য আমাদের সাথে সাথেই চলছে।