ডিসপোজেবল এবং সস্তা প্লাস্টিকের বোতল গুলো উচ্চমানের প্লাস্টিকের তুলনায় অধিক পরিমাণ তাপ এবং আলো সংবেদনশীল যার কারণে এগুলো খুব সহজেই ক্ষয় হয়ে মাইক্রোপার্টিকলে পরিণত হয় এবং প্লাস্টিকের বোতলে অবাঞ্চিত দুর্গন্ধের সৃষ্টি করে।
তাছাড়া পানির বোতলে অবাঞ্ছিত দুর্গন্ধের অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। পানি সংরক্ষণের সময় যদি সেই পানিতে ব্যাকটেরিয়া থাকে তাহলে ব্যাকটেরিয়াগুলো পানিতে নানা ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন করে যার কারণে বোতলে কিছুদিন পানি রাখার পরেই সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়।