প্রথমত এই প্রশ্নটি দেখে আমার একটি ঘটনা মনে পড়ল।এই ঘটনাটি আমার এক বড় আপুর সাথে ঘটেছিল।সে প্রথমবারের মতো চোখে লেন্স পড়ে ছিলেন সে সেই লেন্স চোখে দিয়ে রান্নাঘরে যায় এবং চুলার উত্তাপ্ত আগুনের সামনে দাড়িয়ে থাকে হঠ্যাং সেই লেন্স তার চোখে গলে যায় পরবর্তীতে তার অপারেশন করানো লাগে।আমার যতটুকু জানা লেন্স আর্টিফিসিয়াল জিনিস তাই এটির এরকম ক্ষমতা নেই যে এটি ফ্লাস চমকানো,বা সূর্যের তীক্ষ্ণ আলো অথবা তাপ সহ্য করতে পারবে।