প্রায় সব অক্টোপাসেরই বিষ আছে, তবে তার মাঝে খুব কমই আমাদের জন্য বিপদজনক। তার মাঝে বৃহৎ নীল বৃত্তযুক্ত অক্টোপাস (গ্রেটার ব্ল রিংড অক্টোপাস) পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণি, যার বিষ ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে সক্ষম। এছাড়াও জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস, হামবোল্ডট স্কুইড (Humboldt squid) ও তাদের আক্রমনাত্মক আচরণের জন্য পরিচিত।