বর্তমান বিশ্বে বড় দুশ্চিন্তার নাম ডিপফেক। এতে কম্পিউটারে কারসাজি করা ছবিতে এক ব্যক্তির সাদৃশ্য অন্যের ক্ষেত্রে প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়। আশঙ্কার কথা, ছবি বা ভিডিওকে বিকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করে হুবহু আসলের মতো বলে প্রচার করা হচ্ছে। বিষয়টি প্রযুক্তিজগতে ডিপফেক নামে ব্যাপক পরিচিত হয়ে উঠেছে।
এত দিন ডিপফেক ঠিকভাবে শনাক্ত করার প্রযুক্তি সহজলভ্য ছিল না। এ ক্ষেত্রে এগিয়ে এসেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ডিপফেক শনাক্ত করতে বিশেষ টুল বা প্রোগ্রাম তৈরি করেছে মাইক্রোসফট।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মাইক্রোসফটের তৈরি সফটওয়্যারটি ছবি বা ভিডিও বিশ্লেষণ করে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে কি না এবং ছবি বিকৃত করা হয়েছে কি না, তা জানাতে সক্ষম হবে।
মাইক্রোসফট আশা করছে, তাদের উদ্ভাবিত প্রযুক্তি ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়তে সহায়তা করবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, যে গতিতে ডিপফেক প্রযুক্তি এগোচ্ছে, এতে ঝুঁকির বিষয়টি থেকেই যাবে। ঝুঁকি কমাতে মাইক্রোসফট তাদের সফটওয়্যারের পৃথক আরেকটি সংস্করণের কথা বলেছে, যা কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে লুকানো কোড বসানোর সুযোগ দেবে। ফলে, কেউ ভিডিও নিয়ে তা বিকৃত করার চেষ্টা করলে ধরা পড়ে যাবে।