সমান্তরাল মহাবিশ্বঃ ব্রেন বিশ্বতত্ত্ব মতে মহাবিশ্ব ১১ মাত্রার বটে কিন্তু তার ৪ টি বাদে বাকী সবগুলোই কুঞ্চিত তাও হয়ত নয়। হয়ত কোন একটি আমাদের ৪ মাত্রার চেয়েও অনেক বড় তাই তাদের দেখা/বোঝা যায়না। এমনকি এও হতে পারে যে আমাদের ৪ মাত্রার মহাবিশ্ব আসলে নিজেই একটি বিরাট ব্রেন যা আরও বড় একটি মাত্রায় ভাসছে। হয়ত আশেপাশে ৪ মাত্রার আরও ব্রেন আছে যারাও একেকটি মহাবিশ্ব। এদের বলে ‘সমান্তরাল মহাবিশ্ব’ (Parallel Universe)। মনে করা হয় সমান্তরাল ব্রেন মহাবিশ্বগুলি শুধুমাত্র মহাকর্ষের মাধ্যমে একে অপরকে প্রভাবিত করতে পারে। কারণ মহাকর্ষের কণা গ্র্যাভিটন-এর স্ট্রিংগুলি বদ্ধফাঁস বলে এক ব্রেন থেকে ছাড়া পেয়ে অন্য ব্রেনে যেতে পারে কিন্তু অন্যান্য কণার (যেমন আলোর কণা ফোটন) স্ট্রিংগুলি মুক্তপ্রান্ত বলে ব্রেনের সাথে আটকে থাকে। ফলে আমরা সমান্তরাল মহাবিশ্বগুলিকে দেখতে পাইনা। মহাকর্ষ অন্যান্য বলগুলির তুলনায় খুব দুর্বল কেন তারও ব্যাখ্যা মেলে কারণ উপরোক্ত পদ্ধতিতে মহাকর্ষ যেন বাড়তি মাত্রায় leak করতে থাকে।
বারবার মহাবিস্ফোরণ ও চক্রীয় মহাবিশ্বঃ বলা হয় যে হয়ত এরকম দুটি সমান্তরাল ব্রেনের ধাক্কার ফলেই মহাবিস্ফোরণ (Big Bang) ঘটেছিল এবং তার ফলেই হয়ত মহাবিস্ফোরণ কোনও একক ও অদ্বিতীয় ঘটনাও নয়- হয়ত বারবার মহাবিস্ফোরণ চলতে থাকে।