দুই চোখ থাকার কারণে আমরা কোন জিনিস কত দূরে অবস্থিত তা বুঝতে পারি। এক চোখ থাকলে তা বুঝতে পারতাম না। বাইনোকুলার ভিশন সম্পর্কে জানতে পারলে এ বিষয়টি আরো স্পষ্ট হবে। দুই চোখ থাকার কারণে আমরা১৮০° বিস্তৃত এলাকা দেখতে পারি। এক চোখে ৯০°তে সীমাবদ্ধ থাকতে হতো।