চোখের ডাক্তারের কাছে গেলে প্রায়ই প্রেসক্রিপশনে এই ধরনের কিছু লেখা দেখি আমরা (যেমন Rt eye 6/6)। কি নির্দেশ করে এই সংখ্যার বিন্যাস? আসুন জেনে নিই...
Opthalmologist এর ক্লিনিকে একটা বড়ো, আলোকিত বাক্সের গায়ে বিভিন্ন সাইজের অক্ষর লেখা থাকতে দেখা যায়, যেটা রোগীর পিছনের দেয়ালে লাগানো থাকে, আর রোগীর সামনে 3 মিটার দূরত্বে থাকা একটা আয়নায় সেটির প্রতিফলন দেখে রোগীকে সেটা পড়তে বলা হয়।
অর্থাৎ রোগী 6 মিটার দূরের জিনিস কতটা ভালো পড়তে পারছে সেটা দেখা হয়। মেডিকেল সায়েন্সের পরিভাষায় এই বাক্সটির নাম স্নেলেন'স চার্ট।
তার গায়ে লেখা অক্ষরগুলিকে সাইজ অনুযায়ী বড় থেকে ছোট যথাক্রমে 60, 36,24,18,12,9,6 এভাবে চিহ্নিত করা থাকে। রুগীর দৃষ্টিশক্তির মাত্রা নির্ণয় করা হয় এভাবে --
প্রথমে রোগী d এর মান 6 মিটার রেখেই পরীক্ষা করা হয়। কিন্তু রোগী যদি সবচেয়ে বড় অক্ষরটিও 6মিটার দূর থেকে পড়তে না পারে, অর্থাৎ তার visual acuity যদি 6/60 এর থেকেও কম হয়, তখন তাকে 1 মিটার কাছে নিয়ে এসে পরীক্ষা করা হয়। সেক্ষেত্রে তার visual acuity হবে = 5/60। তাতেও না পারলে আরো 1 মিটার এগিয়ে আনা হয় (visual acuity = 4/60)। দৃষ্টিশক্তি নিতান্তই কম হলে Visual acuity 1/60 এর কমও হতে পারে। সেক্ষেত্রে আলাদাভাবে পরীক্ষা করা হয়, তার বিবরণে যাচ্ছি না। আশা করি, 6/6 বলতে কি বোঝায় সেটা এতক্ষণে বুঝে গেছেন।