আমাদের দুটি চোখ রয়েছে। কিন্তু দুটি চোখেই আমরা একই বস্তু দেখতে পাই। এটাকেই দ্বিনেত্র দৃষ্টি বলে। দুই চোখই একই মস্তিষ্কে প্রতিবিম্ব পাঠালে মস্তিষ্ক তা একটি প্রতিবিম্বে একত্রীভূত করে এবং একটি ত্রিমাত্রিক প্রতিবিম্ব আমরা দেখতে পাই।
দ্বিনেত্র দৃষ্টিতে ত্রিমাত্রিক প্রতিবিম্ব দেখা যায়। বলা বাহুল্য, মানুষের চোখদুটি পরস্পর ৬.৩ সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে অবস্থান করে।