গঠনগত কারণে থ্রি পিন প্লাগে, আর্থ পিনটিকে অন্য দুটি পিনের চেয়ে লম্বা এবং মোটা রাখা হয়। 3টি কারণে এমনটি করা হয়ে থাকে।
1.আর্থ পিনটিকে লম্বা রাখা হয়,যাতে সবার প্রথমে আর্থ সংযোগটি স্থাপিত হয়।
2. আর্থ পিনটি তুলনামূলক মোটা থাকে, যাতে ভুল করেও এটি সকেটের লাইভ বা নিরপেক্ষ সংযোগের গর্তে ঢোকানো না যায়।
3. আর্থ পিনটি মোটা এবং লম্বা রাখা হয়েছে, যাতে করে আর্থ পিনের রোধ আপেক্ষিকভাবে কম হওয়ার দরুন ফল্ট কারেন্ট সহজেই গ্রাউন্ড হয়ে যায়।
লিখেছেন: গালীব হাসান