নিয়ামুল মোর্শেদ-
মোবাইল ফোনের ব্যাটারিতে তিনটি টারমিনাল থাকে। একটি পজিটিভ(+),অপরটি নেগেটিভ(-) এবং আরেকটি হলো (T) যেটি টেম্পারেচার সেন্সর হিসেবে কাজ করে; যাতে চার্জ করার সময় ফোনের কোন সমস্যা না হয়। তাপমাত্রা বেশি হলে চার্জার চার্জিং ভোল্টেজ কমিয়ে দেয়। যার ফলে ব্যাটারির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।
আবার অনেক ফোনে বিল্ট-ইন টেম্পারেচার সেন্সর থাকে যার ফলে সেখানে ৩য় পিনটি নেটওয়ার্কের কাজ করে থাকে।
©নিয়ামুল মোর্শেদ