আমরা জানি সংখ্যার শেষ নেই বলতে গেলে অসীম।অসীমের মধ্যে বড় ছোট একদম সঠিক ভাবে বলা সম্ভব নয় কোন সংখ্যাটি সবচেয়ে বড় আবার কোনটি সবচেয়ে ছোট।আমরা যদি নির্দিষ্ট কোনো সংখ্যা সাপেক্ষে ধরে বড় বিবেচনা করি তাহলে ওই থেকে পরের সব সংখ্যা সবগুলো এই সংখ্যার সাপেক্ষে বড় হবে আবার যদি ওই বড় সংখ্যা মধ্যে একটি নির্দিষ্ট করে কোনো সংখ্যা ধরে বড় বিবেচনা করি ওই সংখ্যা পরের সকল সংখ্যা সবই বড়।সুতরাং এভাবে চলতে থাকবে কখনো বড় ছোট কোনটা কোন সংখ্যা সাপেক্ষে ছাড়া নির্ণয় করা সম্ভব নয়।তবে এ থেকে বলা যায় অসীমই সবচেয়ে বড় সংখ্যা।