চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক কমে যায়। তাই যত গভীরে যাবেন তত কম তাপে পানি ফুটতে শুরু করবে।কিন্তু ভেবে দেখুন, যদি চাপ কমানো হয় তাহলে স্ফুটনাঙ্ক বাড়বে।
কিন্তু যদি আপনি স্ফুটনাঙ্ক বাড়িয়ে ১২০ ডিগ্রি করে দেন এবং রান্না করেন তাহলে যেটুকু সময় রান্না হবে পুরো সময়েই ১২০ ডিগ্রি সেলসিয়াস এ রান্না হচ্ছে।
অপরপক্ষে আপনি পানির স্ফুটনাঙ্ক কমিয়ে ৯০ ডিগ্রি সেলসিয়াস করে দিলে পানি গরম হচ্ছে দ্রুত ঠিকই, কিন্তু রান্না হচ্ছে কম তাপমাত্রায়।
কাজেই আমার মতে পানির নিচে রান্না উপরের তুলনায় বেশি সময় নেবে।
বিষয়টিকে প্রেশার কুকারে রান্না করার সাথে তুলনা করলে বুঝতে সুবিধা হবে।
এই পদ্ধতি ব্যাবহার করে প্রেশার কুকারে চাপ বাড়িয়ে দেওয়া হয়। কাজেই প্রেশার কুকারে দ্রুত এবং অনেক বেশি রান্না হয়।
ধন্যবাদ,ভালো লাগলে লাইক/আপভোট দেওয়ার অনুরোধ রইলো