"বস্তু আলোর বেগ প্রাপ্ত হলে, তার ভর শূন্য হয়" কথাটা ঠিক না।
একটা বস্তুর একটা (বিশ্রাম) ভর আছে, মনে করুন m । বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুটার গতি যদি হয় v, তাহলে তার ভর m বেড়ে হয়
m' = m x 1/sqrt[[1- (v/c)^2],
যেখানে, c হল (শূন্য স্থানে) আলোর বেগ।
তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে v যতই আলোর বেগ c র কাছে আসে, v/c => 1, এবং sqrt[[1- (v/c)^2] ততই ০ এর কাছে আসে। তাই m' = m x 1/sqrt[[1- (v/c)^2] => m x 1/[0] => infinity.
এর শুদ্ধ অর্থ হল, একটা বস্তুর বেগ যতই আলোর বেগের কাছে আসে ততই তার ভর অসীমের দিকে বাড়ে।